কম্পিউটার বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রায় সব কাজেই এখন কম্পিউটার ব্যবহার হয়ে আসছে। অফিস, দোকান,ব্যবসা অনেক কাজেই কম্পিউটারের ব্যবহার লক্ষণীয়। আপনি যদি কম্পিউটার চালাতে আরো দক্ষ হতে চান তাহলে আপনাকে কিছু শর্টকাট জানতে হবে। যা আপনার কাজ দ্রুত করতে সাহায্য করবে।

চলুন জেনে নেই ৫ টি কি- বোর্ড শর্টকাটঃ

১. Ctrl+ R বা F5= উইন্ডো রিফ্রেশ করতে।
২. Ctrl+C = কোনো লেখা কপি করতে।
৩. Ctrl+X = কোনো লেখা কাট করতে।
৪. Ctrl+V= কপি বা কাট করা লেখা পেস্ট করতে
৫. Windows logo+ L= কম্পিউটার লক করতে।

Post a Comment

Previous Post Next Post